তিনি এক এক্স পোস্টে ইমরান খানের চলমান কারাবাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পাকিস্তানের জন্য দাঁড়ানো একজন মানুষকে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষরা এটি একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে করছে।
আলিমা খান জানান, আন্দোলনের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে এবং পিটিআই প্রধান জনগণকে ‘নিজেদের স্বাধীনতার জন্য রাস্তায় নামার’ আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, ইমরান বারবার বলে এসেছেন, ‘দাসত্বের চেয়ে কারাবরণ শ্রেয়।’
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারিও বলেছেন, ইমরান খানকে আদালত জামিন দিলে ও মুক্তি পেলে তাদের আপত্তি নেই।